Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকতের অভিষেক

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকতের অভিষেক ছবি সংগৃহীত
আগে থেকেই জানা ছিল বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাকি ছিল আনুষ্ঠানিকতা। শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচে হয়ে গেল সেটাও। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন সৈকত।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈকত। নারী বিশ্বকাপ এবং বয়সভিত্তিক বিভিন্ন বিশ্বকাপে আম্পায়ারিং করলেও পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে এই প্রথমবার আম্পায়ারিংয়ের সুযোগ পেলেন বাংলাদেশি কেউ।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন সৈকত। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার সে ম্যাচে অবশ্য চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবারই প্রথম দায়িত্ব পালন করলেন ফিল্ড আম্পায়ার হিসেবে।

ভারতের মাটিতে চলতি ওয়ানডে বিশ্বকাপে আরও চারটি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে। আগামী ২৮ অক্টোবর ধর্মশালায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ পরিচালনা করবেন তিনি।

এর আগে চলতি বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপের আসরে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সৈকত। সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপেও ছিলেন এই বাংলাদেশি। কিছুদিন আগে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সিরিজে প্রথমবারের মতো নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স