Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু ফাইল ছবি
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম সাত দিনে ডেঙ্গুতে ৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪১৬ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৯।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ১৫৮ জন।

৭ অক্টোবর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৫৮৫ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ১ হাজার ৫৭৩ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে ঢাকার ৪১৭ এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৭৬ জন।

নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮২২। এর মধ্যে ঢাকায় ৮৭ হাজার ৫৮২ এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৩ হাজার ২৪০ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫৭২। আর হাসপাতালে ভর্তি আছেন ৯ হাজার ১৭১ জন।

গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৯ হাজার ৫৯৮। এ সময় ডেঙ্গুতে ৩৯৬ জনের মৃত্যু হয়। আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬। আর মৃত্যু হয় ৩৪২ জনের। জুলাই মাসে আক্রান্ত হন ৪৩ হাজার ৮৫৪ জন। এ মাসে ২০৪ জনের মৃত্যু হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স