Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
দ্রুততম সেঞ্চুরি মার্করামের

বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ ৪২৮ রান করল দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ ৪২৮ রান করল দক্ষিণ আফ্রিকা ছবি সংগৃহীত
ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ডি কক ও ফন ডার ডুসেনের সেঞ্চুরির পর এই হার্ডহিটিং ব্যাটার লঙ্কান বোলারদের তুলাধোনা করে মাত্র ৪৯ বলে তিন অঙ্কে পৌঁছে যান। ভেঙে দেন ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনের গড়া ৫০ বলের রেকর্ডকে। তৃতীয় ছক্কা মেরে সেঞ্চুরি ছুঁয়েছেন মার্করাম। শেষ পর্যন্ত ওই তিন ছক্কা আর ১৪টি বাউন্ডারিতে ৫৪ বলে ১০৬ রান করে আউট হন তিনি।

মার্করামের এই সেঞ্চুরিতে বিশ্বকাপে এক ইনিংসে তিনটি সেঞ্চুরির প্রথম কীর্তি গড়ল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে এর আগে ইনিংসে তিন সেঞ্চুরির তিন কীর্তির দুটি ছিল দক্ষিণ আফ্রিকারই (ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে ২০১৫ সালে)। বাকি কীর্তিটি ইংল্যান্ডের, গত বছর নেদারল্যান্ডসের বিপক্ষে গড়া।

বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ডও গড়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের ইনিংস থামে ৪২৮ রানে। এর আগে ২০১৫ টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার করা ৪১৭ ছিল সর্বোচ্চ। আর দক্ষিণ আফ্রিকার আগের বিশ্বকাপ সর্বোচ্চ ছিল ৪১১ রান।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স