‘তলে তলে আপস’নিয়ে ৬ অক্টোবর (শুক্রবার) ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’টকশোতে আলোচক হিসেবে অংশ নেন আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত এবং বিএনপিনেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা৷
সাভারের আমিনবাজারে ৪ অক্টোবর (মঙ্গলবার) আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তলে তলে আপস হয়ে গেছে৷ আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লি আছে আমরাও আছি, শেখ হাসিনা সবার সাথে ভারসাম্য করে ফেলেছেন, আর কোন চিন্তা নেই৷
এই বিষয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত বলেন, ‘‘সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সু-সম্পর্কের কথা বলেছেন, বলেছেন ভালো সম্পর্কের কথা৷”
মিল্লাত বলেন, ‘‘জাতির পিতা বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি হল সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়৷ সেই প্রেক্ষিতে তিনি এই কথা বলেছেন৷”
তলে তলে আপস হয়ে গেছে বলতে কি বোঝাতে চেয়েছেন তিনি? সঞ্চালক খালেদ মুহিউদ্দীনের এই প্রশ্নের জবাবে ডা. হাবিবে মিল্লাত বলেন, ‘‘শব্দগুলো যখন একসাথে বলা হয় তখন এক রকমের অর্থ হয় আর আলাদা আলাদা করে বললে আরেক রকম অর্থ হয়৷ সেটা জনাব ওবায়দুল কাদের পরিষ্কার বলেছেন৷”
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, নিষেধাজ্ঞা বাংলাদেশের নির্বাচনে কোন ধরনের প্রভাব বিস্তার করবে কি না সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. হাবিবে মিল্লাত বলেন, ‘‘দুই বছর আগে ৬ জনের নামে এবং র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল- সেটা আমরা জেনেছি৷”
অনেকেই বলছেন বিএনপির আন্দোলনের যে মোমেন্টাম ছিল সেই মোমেন্টামটা মিস হয়ে গেছে কি না, বিএনপি কি নিষেধাজ্ঞার উপর নির্ভরশীল হয়েছে কি না, মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে তারা কি এমন আশা করছে কি না এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘‘আমরা বিদেশি শক্তির ওপর নির্ভর করছি না৷ আমাদের শক্তি হচ্ছে দেশের মানুষ৷”
ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, ‘‘বিএনপির আন্দোলন শুধু তাদের একার আন্দোলন নয়, এটি দেশের সাধারণ মানুষেরও আন্দোলন৷” সাধারণ মানুষ কি এই আন্দোলনে অংশ নিচ্ছে এমন প্রশ্নে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘‘আমরা কিন্তু দেখছি হচ্ছে৷ আমরা ধারাবাহিকভাবে গত এক বছর ধরে আন্দোলন করে আসছি৷”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলে ক্ষতি কি? এমন প্রশ্নের উত্তরে ডা. হাবিবে মিল্লাত বলেন, ‘‘বেগম খালেদা জিয়া বলেছিলেন পাগল এবং শিশু ছাড়া কেউই নিরপেক্ষ নয়৷ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে বিএনপিই প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করেছে৷”
ঠিকানা/এসআর