Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে দুই সন্তানসহ শিখ স্বামী–স্ত্রীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে দুই সন্তানসহ শিখ স্বামী–স্ত্রীর মরদেহ উদ্ধার



 
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি বাড়ি থেকে ভারতীয় বংশোদ্ভূত শিখ দম্পতি এবং তাদের দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ৪ অক্টোবর (বুধবার) স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে চারটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, তেজ প্রতাপ সিং (৪৩), তার স্ত্রী সোনাল পারিহার (৪২), তাদের ১০ বছর বয়সী ছেলে এবং ৬ বছরের মেয়ে (তাদের নাম জানা যায়নি)।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর ইয়োলান্ডা সিকোন এবং প্লেইনসবোরো পুলিশ বিভাগের প্রধান ইমন ব্ল্যানচার্ড জানান, ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করে তদন্ত শুরু হয়েছে। 

তারা জানান, ৪ অক্টোবর সন্ধ্যায় ৯১১ তে কলে পেয়ে প্লেইনসবোরোর একটি বাসভবনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় প্লেইনসবোরো পুলিশ সেই বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তেজ প্রতাপ সিং-এর স্বজনরা জানিয়েছেন, তাদের সুখী দম্পতি বলেই মনে হয়েছে। তেজ প্রতাপ সিং কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি নেস ডিজিটাল ইঞ্জিনিয়ারিং নামে একটি কোম্পানির প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তার স্ত্রীও চাকরি করতেন। তবে কোথায় চাকরি করতে সেটা জানা যায়নি।

আবাসন রেকর্ডে দেখা যায়, তেজ প্রতাপ সিং ২০১৮ সালের আগস্টে তাদের বাড়িটি ৬ লাখ ৩৫ হাজার ডলারে কিনেছিলেন। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স