Thikana News
২৩ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

কথা রাখলেন না বাইডেন

মেক্সিকো সীমান্তে সীমানাপ্রাচীর বানাতে নির্দেশ
কথা রাখলেন না বাইডেন ছবি সংগৃহীত
নির্বাচনের আগে দেওয়া কথা রাখলেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মেক্সিকো সীমান্তে সীমানাপ্রাচীর তোলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলাধোনা করেছিলেন যে বাইডেন, তিনিই এখন একই কাজ করছেন। অবৈধ অনুপ্রবেশ রুখতে অর্থাৎ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের টেক্সাস অংশে ৩২ কিলোমিটার দুর্ভেদ্য প্রাচীর তৈরি করার প্রকল্প অনুমোদন দিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ভাষ্য, মেক্সিকো হয়ে টেক্সাসের স্টার কাউন্টির সীমান্ত দিয়ে অনেক অবৈধ অভিবাসী প্রবেশ করছে। এটি রুখতে প্রাচীর নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছেন বাইডেন।

প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে স্টিলের প্রাচীর তৈরি করে বিশ্বজুড়ে নিন্দিত হয়েছিলেন। তাকে ‘বর্বর’ তকমাও দিয়েছিলেন বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির অনেকে। সেই ধারাবাহিকতায় ২০২০ সালে জো বাইডেন নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তিনি সীমানাপ্রাচীর বানাবেন না। তবে বাইডেন প্রশাসন বলছে, নীতিগতভাবে এটি খুব বড় সমাধান নয়।

যুক্তরাষ্ট্রের কাস্টম ও সীমান্ত রক্ষা কর্তৃপক্ষ ৪ অক্টোবর বুধবার রাতে এক বিবৃতিতে দাবি করেছে, আগে থেকে বরাদ্দ দেওয়া অর্থ দিয়ে প্রাচীর তোলা হবে। ২০১৯ সালে এই তহবিল ছাড় করেছিল কংগ্রেস। পড়ে থাকা সেই অর্থের ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের এ পর্যন্ত টেক্সাসের রিও গ্রান্ডি ভ্যালি এলাকা দিয়ে ২ লাখ ৪৫ হাজারটি সীমান্ত অতিক্রমের ঘটনার ঘটেছে। সেপ্টেম্বর মাসের হিসাব আরও আশঙ্কাজনক হবে।

যুক্তরাষ্ট্রের কিছু কিছু শহর অবৈধ অভিবাসীদের সামলাতে হিমশিম খাচ্ছে। নিউইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস সম্প্রতি বলেছেন, গত এক বছরে নিউইয়র্কে আসা ১ লাখ মানুষের ব্যবস্থাপনায় আগামী তিন বছরে ১২ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

অবৈধ অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করে, সে বিষয়ে জনসচেতনামূলক প্রচার চালাতে চলতি সপ্তাহে মেক্সিকো, কলম্বিয়া ও ইকুয়েডর যাচ্ছেন মেয়র অ্যাডামস। সূত্র : বিবিসি

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স