Thikana News
১৯ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৯ অক্টোবর ২০২৪


 

সংসদের শেষ অধিবেশন ২২ অক্টোবর

সংসদের শেষ অধিবেশন ২২ অক্টোবর ছবি সংগৃহীত


একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন বসবে আগামী ২২ অক্টোবর। ওই দিন বিকেল চারটায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বান করেছেন। সব ঠিক থাকলে এটিই হতে পারে চলতি সংসদের শেষ অধিবেশন।

৫ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

এ অধিবেশন স্বল্পকালীন হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর শেষ হয় একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন। সংসদে সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন ঘোষণা সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশন সমাপ্তি টানেন।

চলতি একাদশ সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার (২৯ জানুয়ারি) আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স