ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ-যাত্রা শুরু করেছে নিউজিল্যান্ড। ইংলিশদের ছুড়ে দেওয়া ২৮৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে তারা।
চার বছর আগে লর্ডসে এই দুই দলই জন্ম দিয়েছিল ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ফাইনালটির। তবে বিশ্বের সবচেয়ে বড় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দুই দলের এমন ম্যাড়মেড়ে ও একপেশে ম্যাচ হবে সেটিই কজনে ভেবেছিল!
ম্যাচটিকে মূলত একপেশে বানিয়েছেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। ইংলিশ বোলারদের কোনো পাত্তেই দেননি দুজনে। এই দুই বাঁহাতি ব্যাটারের ২১১ বলে নিরবচ্ছিন্ন ২৭৩ রানের জুটিতে নিউজিল্যান্ড ৮২ বল হাতে রেখে জিতেছে ৯ উইকেটে। ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্যটা ১ উইকেট হারিয়েই করে ফেলে কিউইরা। এই জয়ে যেন মধুর এক শোধই তুলল নিউজিল্যান্ড। গত বিশ্বকাপে বাউন্ডারির হিসাবে যে বিশ্বকাপ-স্বপ্ন ভেঙেছিল তাদের।
ব্যাটিং ইনিংসের শুরুতে নেমেই নিউজিল্যান্ড হারিয়েছিল উইল ইয়াংয়ের উইকেট। স্যাম কারান তাকে ফিরিয়ে জয়ের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে সেটা হতে দিলেন না। তৃতীয় উইকেটে রেকর্ডগড়া ২৭৩ রানের জুটিতে দলকে এনে দেন বড় জয়। নিজের অভিষেক বিশ্বকাপের প্রথম ম্যাচে শতক হাঁকিয়ে চমকে দিয়েছেন রাচিন।
দলের পক্ষে কনওয়ে ১৫২ রানে অপরাজিত ছিলেন। তার ব্যাট থেকে আসে ১২১ বলে ১৯টি চার ও ৩টি ছক্কা। এ ছাড়া রাচিন ৯৬ বলে ১১ চার ও ৫ ছক্কায় সাজান ১২৩ রানের ম্যাচসেরা ইনিংস।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল ইংল্যান্ড। দুই ওপেনার জনি বেয়ারস্টো (৩৩) ও ডেভিড মালানের (১৪) বিদায়ের পর ইংলিশদের হাল ধরেন জো রুট। তবে ৭৭ রানে গ্লেন ফিলিপসের বলে তিনি বোল্ড হলে এরপর আর কেউ তেমন বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক বাটলার। কিউইদের হয়ে ৩ উইকেট নেন ম্যাট হেনরি।
ঠিকানা/এনআই