Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান কনওয়ে

বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান কনওয়ে ছবি সংগৃহীত





 
প্রথম ম্যাচেই বিশ্বকাপে সেঞ্চুরি উদযাপনের সাক্ষী হলো বিশ্ববাসী। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। এর আগে টি২০ বিশ্বকাপে খেললেও ওয়ানডে বিশ্বকাপে কনওয়ের এটি অভিষেক ম্যাচ।

ইনিংসের ২৭তম ওভারে ৮৩ বল খেলে এই মাইলফলকে পৌঁছান তিনি। ডেভন কনওয়ের ওয়ানডে ক্যারিয়ারের এটি পঞ্চম সেঞ্চুরি।

ইংলিশদের তিনশর নিচে বেঁধে ফেলে রান তাড়ায় নেমে ১০ রানেই উইল ইয়ংয়ের উইকেট হারায় কিউইরা। তবে তিনে নামা রাচিন রবীন্দ্রকে নিয়ে দুইশ রানের বেশি জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে নিউজিল্যান্ড।

সেঞ্চুরি পেয়েছেন রবীন্দ্রও। মাত্র ৮২ বলে চার ছক্কা ও নয় চারে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স