Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ব্রঙ্কসে গাড়িচাপায়  ইমামের মৃত্যু 

ব্রঙ্কসে গাড়িচাপায়  ইমামের মৃত্যু 
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাদেশি অধ্যুষিত পার্কচেস্টারে প্রাইভেট কারের ধাক্কায় মারা গেছেন ৭৫ বছর বয়সী ব্রঙ্কসে গাড়িচাপায়  বাংলাদেশি ইমাম মো. মুহিবুর রহমান। তিনি ব্রঙ্কসের টার্নবুল অ্যাভিনিউ’র ক্যাসল হিল আইডিয়াল ইসলামিক সেন্টারের ইমাম ছিলেন। ইতিপূর্বে তিনি দীর্ঘদিন পার্কচেস্টার জামে মসজিদের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করেছেন। 
গত ২৫ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে এশার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন ইমাম মুহিবুর রহমান। এ সময় টার্নবুল অ্যাভিনিউ ও ক্যাসল হিল স্ট্রিট-এর ওপরে বেপোরোয়া প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সিটিতে ২৫ মাইল বেগে গাড়ী চালানোর নিয়ম থাকলেও প্রাইভেট কারটির গতিবেগ ছিলো ৫০-এর উপরে। ফলে চলন্ত গাড়ীর ধাক্কায় ইমাম মুহিবুর রহমান ৪০-৫০ ফুট দূরত্বে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নিহত ইমাম মুহিবুর রহমানের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বানিগ্রামে। তিনি প্রায় ২০ বছর ধরে সপরিবারে ব্রঙ্কসে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন।
এদিকে নিহত ইমাম মুহিবুর রহমানের নামাজে জানাযা ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ বুধবার নিউজার্সির মুসলিম কবর স্থানে দাফন করা হয়।     

কমেন্ট বক্স