Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হলো ‘কমান্ডার’কে

হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হলো ‘কমান্ডার’কে
বেশ কয়েকজন কর্মকর্তাকে কামড়ে দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুরটি ‘কমান্ডার’কে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছে। দুই বছর বয়সী জার্মান শেফার্ড জাতের কুকুরটিকে অজানা একটি এলাকায় পাঠানো হয়েছে। তবে, নতুন করে আরেকটি কুকুর সংগ্রহের জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। খবর এএফপির।

২০২১ সালে ‘কমান্ডার’ নামে সুন্দর কুকুরটি হোয়াইট হাউসে নেওয়া হয়। এরপর থেকে এটি আগের চেয়ে বেশি মাত্রায় মানুষকে কামড়াচ্ছে। সংবাদমাধ্যম সিএনএন ও অ্যাক্সিওস এমন প্রতিবেদন প্রকাশের পর কুকুরটি নিয়ে পদক্ষেপ নেওয়া হলো।

মার্কিন সিক্রেট সার্ভিস বিষয়টি স্বীকার করে জানায়, তাদের ১১ জন এজেন্টকে কুকুরটি আঁচড় কেটেছে। তবে সিএনএন জানিয়েছে, এ সংখ্যা অনেক বেশি এবং কুকুরটি হোয়াইট হাউসের অন্যান্য কর্মীদেরও কামড়ে দিয়েছে।

এ প্রসঙ্গে জো বাইডেনের স্ত্রী জিলের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি হোয়াইট হাউসে যারা কাজ করেন এবং যারা প্রতিদিন দুজনকে রক্ষা করে চলেছেন, তাদের বিষয়ে গভীর যত্নশীল।’

এলিজাবেথ আরও বলেন, ‘ধৈর্য ধরে সমর্থনের জন্য মার্কিন ‍সিক্রেট সার্ভিসের কাছে তারা কৃতজ্ঞ এবং সমাধানের মাধ্যমে কাজ চালিয়ে নিতে ইচ্ছুক। কমান্ডার এই মুহূর্তে হোয়াইট হাউসের প্রাঙ্গণে নেই এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

তবে কমান্ডারকে কোথায় রেখে আসা হয়েছে এবং সেটি স্থায়ীভাবে করা হয়েছে কি না, তা জানা যায়নি।

২০২১ সালে বাইডেনের প্রিয় কুকুর ‘চ্যাম্প’ ১৩ বছর বয়সে মারা যায়। ‘কমান্ডার’ হচ্ছে বাইডেনের দ্বিতীয় কুকুর, যেটিকে কামড়ে দেওয়ার অভিযোগে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হলো। এর আগে ‘মেজর’ নামে আরেকটি জার্মান শেফার্ড কুকুরকে বাইডেনের আত্মীয়দের কাছে রেখে আসা হয়। ২০২১ সালে বাইডেন দম্পতি এক আনন্দঘন আয়োজনে ‘কমান্ডার’কে হোয়াইট হাউসে নিয়ে এসেছিলেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স