Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


শুভ ধরণি

শুভ ধরণি



 
শামীম আরা ডোরা

সব সমাজের মানব আমরা কত আয়োজন,
সমাজের তরে আছে যেমন অনেক প্রয়োজন।
সুশীল সমাজ, নাগরিক সমাজ, সভ্য সমাজ,
সব সমাজের সবাই আছি বেশ!
অসীম ক্ষুধা, অসীম তৃষ্ণা, কবে হবে শেষ?
বড় দুঃখ, বড় ব্যথা, বড় অনুগ্রহ,
ভবের মাঝে কত খেলা, কত আপন গৃহ!
দিনের শেষে তাকিয়ে দেখি কত আর্ত চোখ
সাধ আছে, সাধ্যি নেই অসহায় নিশ্চুপ বালক!
বিশ্বসমাজের মানব আমরা চোখে অশ্রুজল
এসো সবাই মিলে আঁচল বাঁধি, ফিরে আসুক মঙ্গল।
মানবের তরে মানব আমরা শুনি অনন্তের বাঁশি
সকল সমাজের প্রাপ্তি হোক শান্তি রাশি রাশি
জগতের পরশে সব সমাজ আজ এতই হয়েছে ভিন্ন
জীবন সমাজের গাঢ় স্নেহে
এই শুভ ধরণি
একদিন হবে অনন্য!

কমেন্ট বক্স