টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ উরফি জাভেদ। তিনি তার ফ্যাশনেবল এবং সাহসী পোশাকের জন্য বেশি পরিচিত। বিতর্ক তৈরি করায় উরফির জুড়ি মেলা ভার। সামাজিকমাধ্যমে নতুন নতুন বৈচিত্র পোশাকের কারণে প্রতিদিন চর্চায় থাকেন উরফি জাভেদ। কখনও আবার নিজের বেফাঁস মন্তব্যের মাধ্যমে কোনো না কোনো বিতর্ক সৃষ্টি করেন তিনি। তবে এবার সব বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে বিয়ে করছেন তিনি। সদ্য নাকি বাগদানও সেরেছেন এই বিতর্কিত কন্যা। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে দেখা গেল সেই ছবি।
ভারতীয় বিনোদনভিত্তিক গণমাধ্যম বলিউড লাইফ একটি প্রতিবেদনে এমন খবর প্রকাশ করেছে।  
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, এক রহস্যময়ী পুরুষের হাতে হাত রেখে পুজো করছেন উরফি। যদিও ছবিতে পুরুষের মুখ দেখা যাচ্ছে না। ভালবাসার ইমোজি দিয়ে ঢাকা তাঁর মুখ। উরফি ও তাঁর সঙ্গীর সামনে জ্বলছে হোমের আগুন। তার চারপাশে ছড়ানো রাশি রাশি ফুল। ছবি থেকেই স্পষ্ট, একসঙ্গে কোনও একটি পুজো করছেন তাঁরা। সাধারণত বিয়ের আগে ‘রোকা’ অনুষ্ঠানের ক্ষেত্রে এমন পুজোর প্রচলন আছে। তবে কি সত্যি সত্যিই জীবনের নতুন ইনিংস শুরু করলেন উরফি? মনের মানুষ হিসেবে কাকে বাছলেন তিনি? কৌতূহল তারকার অনুরাগী মহলে।
সামাজিকমাধ্যমের পাতায় ভাইরাল হওয়ার ছবিতে উরফির পরনে গাঢ় নীল রঙের একটি সালওয়ার কামিজ়। মাথা ঢাকা ওড়নায়। সাধারণত, এমন পোশাকে দেখা যায় না উরফিকে। তবে কি জীবনের নতুন অধ্যায় শুরু করার আগে বিতর্ককে সরিয়ে রাখতেই এমন পদক্ষেপ উরফির? 
উরফির বোন উরুসা তার ইনস্টাগ্রাম স্টোরিতে দম্পতির একটি ছবি পোস্ট করেছেন, যা অনেকেই খবরের নিশ্চিতকরণ হিসেবে দেখছেন। উরফি নিজে এখনও এই খবরটি নিশ্চিত করেননি।
ঠিকানা/এসআর
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
