Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

মুখ কে উজ্জ্বল দেখানোর ঘরোয়া উপায়

মুখ কে উজ্জ্বল দেখানোর ঘরোয়া উপায়
মুখের ত্বক তুলনা মূলক বেশি সেনসেটিভ হয়ে থাকে। তাই এর জে্ল্লা ও অতী দ্রুত কমে যেতে থাকে। একবার মুখের উজ্জ্বলতা কমে গেলে, আবার ফিরিয়ে আনা খুবই কষ্টকর। তবে একটি ফেস প্যাক ব্যবহারে মুখের জেল্লা ধরে রাখা সম্ভব।

প্যাক বানানোর নিয়ম -
প্যাক বানানোর প্রধান উপকরণ হলো কমলা লেবুর খোসা।
কমলা লেবুর খোসা ভালো ভাবে শুকিয়ে গুড়া করে নিতে হবে ২ চা চামচ পরিমাণ। তারপর ১ চা চামচ গোলাপজল ও দুধের সর দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পেষ্ট মতো তৈরী হয়ে গেলে মুখে লাগিয়ে ২০ মিনিট মতো রেখে দিন। প্যাক টি শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে আলতো করে মুখ ধুয়ে ফেলুন।

প্যাক টি ধুয়ে ফেলার পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে হবে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স