Thikana News
১৯ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৯ অক্টোবর ২০২৪


 

চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন মন্ত্রীপরিষদ সচিব

চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন মন্ত্রীপরিষদ সচিব


আগামী ১২ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হতে যাচ্ছে। কিন্তু তার আগেই আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সরকারের ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য পাওয়া গেছে। খুব শীঘ্রই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা মাহবুব হোসেন সরকারি চাকরিতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর। চাকরি জীবনে বিভিন্ন সময়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর প্রশিক্ষক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-প্রধান (জেন্ডার), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) পদেও তিনি কাজ করেছেন।

বরিশাল রেসিডেন্সিয়াল মডেল কলেজ (বর্তমানে বরিশাল ক্যাডেট কলেজ) থেকে এসএসসি এবং বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি পাস করা মাহবুব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে লেখাপড়া করেছেন। চাকরিতে যোগ দেওয়ার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স করেন তিনি৷ 

উল্লেখ্য যে, মন্ত্রিপরিষদ সচিব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচনে প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের যোগসূত্রের জায়গা হলো মন্ত্রী পরিষদ সচিব। মাঠ প্রশাসন নিয়ন্ত্রিত হয় মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে, যার নেতৃত্বে থাকেন মন্ত্রিপরিষদ সচিব। নির্বাচনের সময় মন্ত্রিপরিষদ সচিব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি পদ হিসেবে বিবেচিত হয়।

এর আগে বাংলাদেশে খন্দকার আনোয়ারুল ইসলামের আগে মন্ত্রিপরিষদ সচিব পদে সাধারণত চুক্তিভিত্তিক নিয়োগের নজির ছিল না। খন্দকার আনোয়ারকে দু’বার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স