বিশ্বব্যাপী নারীদের মধ্যে শীর্ষস্থানে থাকা নীরব ঘাতক স্তন ক্যানসার। প্রতিবছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার নারী এ ক্যানসারে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান প্রায় আট হাজার নারী। আক্রান্তের তুলনায় মৃত্যুহার অত্যন্ত উদ্বেগজনক। তাই স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মাসব্যাপী কর্মসূচির আয়োজন করেছে ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের ঐক্য মোর্চা বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম।
১ অক্টোবর রোববার বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচির ঘোষণা দেয় তারা।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের প্রধান সমন্বয়কারী ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার ইপিডেমিওলোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার, বারডেমের সাবেক পরিচালক ও লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সার্জিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক সায়েফউদ্দিন আহমেদ, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ড. হালিদা হানুম আক্তার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার মশিউদ্দিন শাকের, বিশিষ্ট সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. মো. হাসানুজ্জামান প্রমুখ।
ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার বলেন, নারীদের সংকোচবোধের কারণে দেরিতে চিকিৎসকের কাছে যাওয়াই এ রোগে মৃত্যুর অন্যতম কারণ। বাংলাদেশে সার্বিকভাবে ক্যানসার নির্ণয় ও চিকিৎসাব্যবস্থাও অপ্রতুল। স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও ক্যানসার স্ক্রিনিংয়ের কোনো জাতীয় কর্মকৌশল, কর্মপরিকল্পনা ও কর্মসূচি নেই।
এ সময় ১০ অক্টোবর স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে ফোরামের অন্যতম সদস্য সংগঠন কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট শুক্রবার ছাড়া পুরো অক্টোবর মাস প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফ্রি স্তন ক্যানসার স্ক্রিনিং করবে।
একজন প্রশিক্ষণপ্রাপ্ত নারী চিকিৎসক প্রথমে পরীক্ষা করবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেবেন। কোনো ইনভেস্টিগেশন লাগলে তা ৫০ শতাংশ ডিসকাউন্টে করা যাবে ধানমন্ডির মেডিনোভা ও সোবহানবাগের বায়োমেড ল্যাব থেকে। দরিদ্র রোগীদের জন্য সিওসি ট্রাস্টের রোগীকল্যাণ তহবিলের সহযোগিতায় বিনা মূল্যে করে দেওয়ার চেষ্টা করা হবে।
এই সেবার জন্য নিবন্ধন করা যাবে ০১৭৮৯৪৪৪৭৬৭, ০২-২২৩৩১০৬৫৫ নম্বরে ফোন করে কিংবা ০১৯৭৭-৫৯১৯০৭ নম্বরে এসএমএস করে রোগীর নাম, বয়স, ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে। পাশাপাশি অনলাইনেও নিবন্ধনের সুযোগ থাকবে। সোবহানবাগে সালিমা ইনস্টিটিউটেও ৩ অক্টোবর থেকে সরাসরি স্ক্রিনিং করা যাবে।
এদিন সারা দেশে স্তন ক্যানসার নিয়ে আলোচনা সভা, শোভাযাত্রা ও লিফলেট বিতরণের মাধ্যমে উদযাপন করা হবে। এ ছাড়া সারা দেশে চার দিনের গোলাপি সড়ক শোভাযাত্রা হবে। জেলা ও উপজেলায় পথসভা, শোভাযাত্রা, সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি মানুষের হাতে সরাসরি সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হবে।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
