Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ওয়ানডে বিশ্বকাপে ৫ কনিষ্ঠ ক্রিকেটার

ওয়ানডে বিশ্বকাপে ৫ কনিষ্ঠ ক্রিকেটার ছবি : সংগৃহীত
আর মাত্র চার দিন বাকি ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এবারের আসরে শিরোপার জন্য খেলবে ১০ দল। যেখানে প্রথমবারের মতো ভারত এককভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে। ১০টি ভিন্ন ভেন্যুতে এবার ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৯ নভেম্বর ফাইনালের মধ্যদিয়ে আসরের পর্দা নামবে। এবারের বিশ্বকাপে অনেক অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াও এমন কিছু ক্রিকেটার বিশ্বকাপ খেলতে গেছেন, যাদের বয়স অন্যদের তুলনায় বেশ কম, ২০-এর আশপাশে। তবে বয়স কম হলেও তাদেরও সামর্থ্য আছে দারুণ কিছু করার। বাংলাদেশের তানজিম হাসান সাকিব এই আসরে সর্বকনিষ্ঠ পাঁচ ক্রিকেটারের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তালিকায় সবার ওপরে আছেন নুর আহমাদ। আফগান এ স্পিনারের বয়স মাত্র ১৮ বছর ২৭০ দিন। এ তালিকায় অন্যদের মধ্যে আছেন নেদারল্যান্ডসের আরিয়ান দত্ত ও বিক্রমজিৎ সিং এবং আফগানিস্তানের রিয়াজ হাসান।

১/নুর আহমেদ (আফগানিস্তান) ১৮ বছর ২৭০ দিন : নুর আহমেদ বিশ্বকাপে উদীয়মান খেলোয়াড়ের মধ্যে অন্যতম। তিনি এবারের বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার। বাঁহাতি চায়নাম্যান স্পিনার ইতোমধ্যে ২০২৩ আইপিএলের রানার্সআপ গুজরাট টাইটানসের হয়ে খেলেছেন। এ ছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতাও আছে তার। যদিও আফগান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মাত্র ৩টি ওয়ানডে খেলে ২ উইকেট নিয়েছেন। 

২/আরিয়ান দত্ত (নেদারল্যান্ডস) ২০ বছর ১৪১ দিন : নেদারল্যান্ডসের হয়ে ২৫টি ওয়ানডে ও ৫টি টি–টোয়েন্টি খেলা আরিয়ান দত্তের বয়স ২০ বছর ১৪১ দিন। ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ২০। সেরা বোলিং ৩১ রানে ৩ উইকেট। ২০২২ সালের জুনে টানা তিন ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানকে আউট করে আলোচনায় আসেন আরিয়ান।

৩/বিক্রমজিৎ সিং (নেদারল্যান্ডস) ২০ বছর ২৬৪ দিন: বিক্রমজিৎ সিং জন্মভূমিতে ডাচদের হয়ে বিশ্বকাপ খেলতে এসেছেন। ২০০৩ সালের ৯ জানুয়ারি তার জন্ম পাঞ্জাবের চিমা কুর্দে। পরবর্তী সময়ে পরিবারের সঙ্গে নেদারল্যান্ডসেই স্থায়ী হন বিক্রমজিৎ। তিনি ওপেনিং ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি মিডিয়াম পেসেও সমার্থ্য রাখেন। গত বছর ডাচদের হয়ে ওয়ানডে অভিষেকের পর এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে ৩২.৩২ গড়ে করেছেন ৮০৮ রান। যেখানে ১টি সেঞ্চুরির সঙ্গে আছে ৪টি ফিফটিও। বল হাতে নিয়েছেন ৭ উইকেট।

৪/রিয়াজ হাসান (আফগানিস্তান) ২০ বছর ৩২৭ দিন : আফগানিস্তান জাতীয় দলে গত বছরের জানুয়ারিতে অভিষেক হয় রিয়াজ হাসানের। অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ৫ ওয়ানডে। ৩০ গড়ে করেছেন ১২০ রান, আছে ১টি ফিফটি।

৫/তানজিম হাসান সাকিব (বাংলাদেশ) ২০ বছর ৩৪৫ দিন : এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেকেই বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। নিজের দ্বিতীয় বলেই ফিরিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। এরপর বোল্ড করেন তিলক ভার্মাকেও। সেই ম্যাচে বল হাতে বাংলাদেশের জয়ের ভিতও গড়ে দেন উদীয়মান এ পেসার। বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাকে রেখেই দল ঘোষণা করেছেন নির্বাচকেরা।


ঠিকানা/এম

কমেন্ট বক্স