Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


বাংলাদেশকে ৬ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ৬ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক



 
আগামী জুন মাসের মধ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেট সহায়তা বাবদ প্রায় ৬ হাজার কোটি টাকা পাবে বাংলাদেশ। ১০ এপ্রিল (সোমবার) যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এ কথা জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বসন্তকালীন বৈঠকে যোগ দিতে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এ ছাড়া আইএমএফের সঙ্গেও বৈঠক করেছে প্রতিনিধি দলটি।

প্রথম দিনেই আইএমএফ এবং বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের।
 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, ‘আমরা ৫০০ মিলিয়ন ডলার নিয়ে কাজ করছি। সেটা চূড়ান্ত পর্যায়ে আছে। সেটা নিয়ে আমরা কথা বলব। সেটা হয়ে গেলে আশা করি আমরা ৩০ জুনের আগেই পেয়ে যাব।’
 
গভর্নরের আশা, শিগগিরিই বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম কমার সুবিধা পাবেন বাংলাদেশের ভোক্তারা। গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, কিছুদিন সময় লাগবে। টাকা এবং ডলারের মূল্য স্থিতিশীল হয়ে গেলে আশা করি ভোক্তারা সুবিধা পাবে।
 
করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। নাজুক এক পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে বিশ্ব। দেশে দেশে চলছে অর্থনৈতিক মন্দা। এমন অবস্থায় এ বৈঠকের উদ্বোধনী পর্বের আলোচনায় পৃথিবীতে মানবতা বাঁচাতে ওয়ার্ল্ড ব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশ্বনেতাদের বিবেক জাগ্রত করার আহ্বান জানান।

ঠিকানা/এসআর

 

কমেন্ট বক্স