Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


বড় জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

বড় জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু ছবি সংগৃহীত



 
আফগানিস্তান সিরিজ, এশিয়া কাপ আর সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ; প্রিয় ফরম্যাটে ছন্দহীন এক বাংলাদেশকে দেখেছিল ক্রিকেট বিশ্ব। তবে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে যেভাবে হেসেখেলে উড়িয়ে দিয়েছে, তাতে বিশ্ব আসর নিয়ে স্বপ্ন দেখতেই পারেন টাইগার সমর্থকরা।

২৯ সেপ্টেম্বর শুক্রবার গুয়াহাটিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া ২৬৪ রান তাড়ায় নেমে ৩ উইকেট হারিয়ে ৪৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিববিহীন টাইগাররা।

ব্যাট হাতে এদিন নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিয়েছেন লিটন দাস, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। কেবল ব্যর্থ তাওহীদ হৃদয়। তানজিদ ৮৪ ও লিটন ৬১ রান করে আউট হয়েছেন। মিরাজ ৬৭ রানে আর মুশফিক ৩৫ রানে অপরাজিত ছিলেন।

রান তাড়ায় নেমে ওপেনিংয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন-তানজিদ। মাত্র ২০.৪ ওভারে তাদের সংগ্রহ ১৩১ রান। ৫৬ বলে ১০ চারের মারে ৬১ রান করে আউট হন লিটন। দুশান হেমন্তকে ডিপ স্কয়ার লেগে ছক্কা হাঁকাতে গিয়ে মাথিশা পাথিরানার হাতে ধরা পড়েন তিনি। এশিয়া কাপ থেকে টানা ফর্মহীনতায় ভোগা লিটনের এ ইনিংসটি বিশ্বকাপের মূল পর্বের আগে নিশ্চয় তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে।

এদিকে অপর প্রান্ত আগলে ধরে দ্বিতীয় উইকেটজুটিতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আরও ৫২ রানের জুটি গড়েন তরুণ ওপেনার তানজিদ। তাতে সহজ জয়ের পথেই হাঁটছিল বাংলাদেশ। ১৩৩ বলে যখন জয়ের জন্য মাত্র ৮১ রান দরকার, তখন লাহিরু কুমারার বল পড়তে ভুল করে চারিথ আসালাঙ্কার হাতে ক্যাচ তুলে দেন তানজিদ। আউট হওয়ার আগে তিনি যা করে গেছেন, তাতে বাংলাদেশের টপ অর্ডার নিয়ে যে দুশ্চিন্তা ছিল, তার অনেকটাই দূর করে গেছেন।

তানজিদের বিদায়ের পর ক্রিজে এসে মিরাজকে সঙ্গ দিতে পারেননি তাওহীদ হৃদয়। গোল্ডেন ডাককে সঙ্গী করে দুনিথ ভেল্লালাগের বলে কট বিহাইন্ড হয়েছেন তিনি। বাকি কাজটা মুশফিককে নিয়ে সেরে নিয়েছেন মিরাজ। চতুর্থ উইকেটে ৭৬ রানের জুটি গড়ার পথে ফিফটি তুলে নেন মিরাজ। ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।

তার আগে ১০ ওভার বল করে মাত্র ৩২ রান খরচায় ১ উইকেট তুলে নিয়েছিলেন মিরাজ। সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পেয়ে ব্যাটে-বলে পারফরম্যান্স করে দলকে জিতিয়ে যোগ্য নেতৃত্বের প্রমাণ দিয়েছেন তিনি।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা। ৪৯.১ ওভার শেষে সব কটি উইকেট হারিয়ে তারা ২৬৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। এ ছাড়া ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে আসে ৫৮ রান।

টাইগার বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান ৩৬ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন। এ ছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। উইকেটশূন্য ছিলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

পায়ে চোট পাওয়ায় এই প্রস্তুতি ম্যাচে টাইগার শিবিরে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স