জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের বাগানে উৎসর্গীকৃত বেঞ্চে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। গত ২২ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণের আগে প্রধানমন্ত্রী সেখানে যান।
সায়মা ওয়াজেদ পুতুল ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে পুতুল জাতিসংঘের অধিবেশনে যোগ দেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের বাগানে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে একটি বেঞ্চ উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সদর দপ্তরের বাগানে একটি ‘হানি লোকাস্ট’ গাছের চারা রোপণ করেন তিনি।