পাখির সঙ্গে ধাক্কা লেগে যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমান রোববার কিউবার রাজধানী হাভানায় জরুরি অবতরণ করেছে।
বিমানটির গন্তব্য ছিল কিউবার হাভানা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল। খবর দ্য গার্ডিয়ানের।
হাভানা থেকে উড্ডয়নের পরই পাখির সঙ্গে ধাক্কা লেগে বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় উড়োজাহাজটি জরুরি অবতরণের জন্য হাভানায় ফিরে আসে।
সাউথওয়েস্ট এয়ারলাইনস ও কিউবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির কেবিনে ধোঁয়া ঢুকে পড়েছিল। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
এক বিবৃতিতে সাউথওয়েস্ট এয়ারলাইনস জানিয়েছে, বোয়িং ৭৩৭ ফ্লাইটটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। আর ক্রু ছিলেন ছয়জন।
বিমানবন্দর থেকে আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিমানের একটি ইঞ্জিন ও ডগায় পাখি আঘাত করে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস।
বিবৃতিতে আরও বলা হয়, পাখি আঘাত হানার পর বিমানটিকে নিরাপদে হাভানায় ফিরিয়ে আনেন পাইলটরা। কেবিনে ধোঁয়া ঢুকে যাওয়ায় জরুরি অবতরণের পর উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।
যাত্রীদের আরেকটি ফ্লাইটে ফোর্ট লডারডেলে পাঠানো হবে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস।