Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
শতাধিক বিদেশি পর্যবেক্ষক থাকবেন

৩ হাজার ভোটকেন্দ্র সরিয়ে নেওয়া হবে

৩ হাজার ভোটকেন্দ্র সরিয়ে নেওয়া হবে
এবারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আগ্রহী ছিল। অক্টোবরে তাদের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। নির্বাচন কমিশন আশা করছে, এবার শতাধিক বিদেশি পর্যবেক্ষক আসবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিদেশি পর্যবেক্ষকেরা বাংলাদেশে তাদের মালামাল আনার জন্য ট্যাক্স মওকুফ চেয়েছেন। নিরাপত্তার    ৩ হাজার ভোটকেন্দ্র দিকটিও তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। নির্বাচন কমিশন ও সরকারের দিক থেকে নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাংলাদেশে আগমন ও অবস্থান, ভোটকেন্দ্রে যাতায়াত, সামগ্রিক ব্যাপারে তাদের পূর্ণ সুবিধা দেওয়া ও নিরাপত্তা নিশ্চিত করার কথা জানানো হয়েছে। সঙ্গে আনা মালামালের ট্যাক্স মওকুফের বিষয়টি অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের এখতিয়ারাধীন বলে নির্বাচন কমিশন তাদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে নির্বাচন কমিশন বৈঠক করেছে। জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক হবে।
জানা যায়, এবার মোট ৪২ হাজার ৩০০ ভোটকেন্দ্র স্থাপন করা হবে। গত সংসদ নির্বাচনে এ সংখ্যা ছিল ৪০ হাজার। এবার পূর্ববর্তী প্রায় তিন হাজার ভোটকেন্দ্র বাদ দিয়ে নতুন ভোটকেন্দ্র নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে। বর্তমান সংসদ সদস্য ও সম্ভাব্য প্রার্থীদের বাড়ির সন্নিকটে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মিত হয়েছে। এসব স্কুলে ভোটকেন্দ্র স্থাপিত হয়। এ ধরনের ক্ষেত্রে ভোটকেন্দ্র পরিবর্তন করা হবে। এমন প্রায় তিন হাজার ভোটকেন্দ্র সরিয়ে নেওয়া হবে। কোনো প্রার্থী যাতে প্রভাব সৃষ্টি করতে না পারেন এবং প্রার্থীর বিরুদ্ধে কেউ এ ধরনের অভিযোগ যাতে না আনতে পারেন, সে জন্য এ ব্যবস্থা করা হচ্ছে।
দেশি-বিদেশি পর্যবেক্ষক, স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের ভোটকেন্দ্র, ভোটকক্ষে ঢোকার সুযোগ দেওয়া হবে। তবে ভোট দেওয়ার গোপনীয় কক্ষে তারা ঢুকতে পারবেন না। গাড়ি নিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে বাধা দেওয়া হবে না। ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকতে দেওয়া হবে।
গত সংসদ নির্বাচনে বিদেশি মাত্র ৩০ জন পর্যবেক্ষক এসেছিলেন। এবার এ সংখ্যা শতাধিক হতে পারে। গতবার ইউরোপীয় ইউনিয়ন কোনো প্রতিনিধি, পর্যবেক্ষক পাঠায়নি। এবার তারা উল্লেখযোগ্যসংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। তাদের প্রতিনিধিরা এরই মধ্যে বাংলাদেশ সফর করে গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট থেকে প্রতিনিধি দল ঢাকায় আসবে আগামী মাসে। সার্কভুক্ত দেশসমূহ থেকেও পর্যবেক্ষক পাঠানোর জন্য নির্বাচন কমিশন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফেডারেশন অব সাউথ এশিয়ান ইলেকশন অথরিটি নামক সংস্থা এ বিষয়টি দেখছে। গত সংসদ নির্বাচনেও তারা পর্যবেক্ষক পাঠিয়েছিল। এদের আসা-যাওয়া, অবস্থান, চলাচল, নিরাপত্তা বিধানসহ সামগ্রিক ব্যয় নির্বাচন কমিশন বহন করবে। এবারের নির্বাচনে পোলিং অফিসার, সহকারী পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার নিয়ে প্রায় ১০ লাখ জনবল থাকবে।

কমেন্ট বক্স