Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বিশ্বকাপের পর আর অধিনায়কত্ব করবেন না সাকিব

বিশ্বকাপের পর আর অধিনায়কত্ব করবেন না সাকিব ছবি সংগৃহীত
বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল উড়াল দিয়েছে ভারতে। সেই টুর্নামেন্টে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখে টাইগাররা। তামিম ইকবাল নেতৃত্ব ছাড়ার পর সাকিব আল হাসানের হাতে তুলে দেওয়া হয়েছে অধিনায়কত্বের ভার। ২৭ সেপ্টেম্বর বুধবার এক সাক্ষাৎকারে সাকিব জানান, বিশ্বকাপের পর আর অধিনায়কত্ব করবেন না তিনি।

গত ১১ আগস্ট তৃতীয় দফায় ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেন সাকিব আল হাসান। তখনই বলা হয়েছিল, সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই বিশ্বকাপই শেষ। এরপর একদিনও (অধিনায়কত্ব) করব না। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এর পরও এটা না। আমার কাছে মনে হয়েছে, আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি।’

সাকিব যোগ করেন, ‘আর কোনো কারণ নেই। বেস্ট হয় যদি অধিনায়ক না থাকি। অধিনায়কত্ব কি আমার কোনো ভেল্যু এড করতেছে ক্যারিয়ারে এই স্টেজে এসে? আমি তো মনে করি না।’

সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার অধিনায়কত্ব নেওয়ার ইচ্ছা ছিল না! আমি কখনো ভাবিও নাই কেউ ওই সময় অধিনায়কত্ব ছেড়ে দেবে! তারপর আমাকে এশিয়া কাপের দলে পাঠাল! আমি দেখলাম রিয়াদ ভাই দলে নেই! আমার কিছু বলারও ছিল না! কারণ পরের দিন সবাই রওনা দিয়েছে! আমাকে সবাই বলতেছে আমি নাকি রিয়াদ ভাইকে নিইনি! এইসব হাস্যকর কথা! মানুষের সাইকোলজি এমন কেন! আমি কিছু জানি না! তাও আমার দোষ দেওয়া হয়েছে!’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স