বিশ্বকাপের বাকি আর মাত্র ১০ দিন। টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এখনো বিশ্বকাপ দল ঘোষণা করে নাই বাংলাদেশ। জানা গিয়েছে, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের মাঝেই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি।
এর মাঝে গুঞ্জন উঠেছে, দল ঘোষণার আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব ভোগাচ্ছে বিসিবিকে। পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপে শর্ত সাপেক্ষ খেলতে চান তামিম। কিন্তু আনফিট খেলোয়াড়কে দলে রাখার পক্ষে নন অধিনায়ক সাকিব। সেই 'দ্বন্দ্ব' মেটাতে এখন বিসিবিতে মাশরাফি।
বিসিবি সূত্রের খবর, তামিমের এমন শর্তে রাজি নয় অধিনায়ক সাকিব। কাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় হওয়া এক সভায় অধিনায়ক সাকিব এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো 'আনফিট' বা 'অর্ধেক ফিট' ক্রিকেটারকে দলে চান না। এমনকি তিনি যদি হন তামিম মতো অভিজ্ঞ কেউও।'
ঠিকানা/এসআর