Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


সময় এসেছে দঁড়ি ধরে টান মারার : মির্জা আব্বাস

সময় এসেছে দঁড়ি ধরে টান মারার : মির্জা আব্বাস



 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমান শেখ হাসিনা সরকারের শাসন আমলকে হীরক রাজার শাসন আমালের সঙ্গে তুলনা করেছেন । তিনি বলেন, ‘বাংলাদেশকে হীরক রাজার রাজত্বে পরিনত করা হয়েছে। হীরক রাজার প্রথম দিকটা ভালো হলেও সবশেষ কী ছিল? দঁড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এই দঁড়ি ধরে টান মারার সময় এসে গেছে। আমরা উদ্বীপ্ত এবং সংগঠিত। আমরা দঁড়ি ধরে টান মারব, হীরক রাজা থাকবে না।’

সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারসহ একদফা দাবিতে খুলনা বিভাগের রোডমার্চ কর্মসূচির উদ্বোধনী সভায় ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছে-স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকারের জন্য। কিন্তু কারো রাজত্ব কায়েম করতে বাংলাদেশ স্বাধীন হয় নাই। কোনো রাজা-রানীর রাজত্ব কায়েম করতে নয়। হীরক রাজার রাজত্ব কায়েমের জন্য নয়।’

মির্জা আব্বাস বলেন, ‘এই রোডমার্চ সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখান থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মোটর সাইকেলে করে এখানে এসেছি। মনে হচ্ছে, ঝিনাইদহে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, বিজয় উৎসব করছি। ঈদের আগের রাতের মতো চাঁদরাত পালন করছি। সারাদেশের মানুষ আজ উদ্বীপ্ত, আবেগতাড়িত, মনের বেদনায় অস্থির। একদিকে বিজয়ের আনন্দ, আরেক দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তার জন্য বেদনার্ত।’


ঠিকানা/এম

কমেন্ট বক্স