Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ট্রাফিক আইন ভেঙে জরিমানা গুনলেন বাবর আজম

ট্রাফিক আইন ভেঙে জরিমানা গুনলেন বাবর আজম
দিন কয়েক আগেই গাড়িতে নির্ধারিত মাপের থেকে ছোট নম্বর প্লেট লাগানোর কারণে জরিমানা দিতে হয়েছিল বাবরকে। এবার ফের ট্রাফিক আইন ভাঙলেন পাক দলনায়ক।

খবর অনুসারে, নিজের অডি গাড়ি করে বেড়াতে বেরিয়ে ছিলেন বাবর। লেন ভঙ এবং ড্রাইভিং লাইসেন্স না কারণে পাকিস্তান ট্রাফিক পুলিশের জরিমানার কবলে পড়তে হয়েছে তাকে। জাতীয় দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও আইন ভাঙাতে তাকে রেয়াত দেয়নি জাতীয় হাইওয়ে এবং মোটরওয়ে পুলিশ।

বাবর আজমকে ২হাজার রুপি জরিমানা করেছে পাকিস্তান ট্রাফিক পুলিশ। জরিমানা দেওয়ার পরে বাবরের একটি ছবিও বেশ ভাইরাল হয়েছে। বাবর আজমের পরনে ছিল একটি কালো হাফ প্যান্ট এবং একটি কালো স্লিভলেস টি-শার্ট। ছবিতে তার পাশে পাক ট্রাফিক পুলিশের কর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পেছনে ছিল বাবরের অডি গাড়ি। 

এশিয়া কাপের পর দেশে ফিরেছেন বাবর। এই মুহূর্তে বিশ্বকাপের প্রস্তুতি সারছেন। তার মাঝেই অবসর সময়টা একটু নিজের মত করে কাটাতে গিয়েই বিপদে পড়লেন বাবর আজম। সূত্র: জিও

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স