Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

পাকিস্তান দলকে অবশেষে ভিসা দিল ভারত

পাকিস্তান দলকে অবশেষে ভিসা দিল ভারত
ভারতে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপ উপলক্ষে আগামীকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) ভারতে আসার কথা রয়েছে পাকিস্তানের। কিন্তু, ভারত সরকার খেলোয়াড়দের ভিসা দিতে দেরি করছিল। অবশেষে, দেশ ছাড়ার দুদিন আগে ভারতের ভিসা পেল পাকিস্তান ক্রিকেট দল।

২৫ সেপ্টেম্বর (সোমবার) ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন মতে, পাকিস্তানকে তাদের দেশ ছাড়ার নির্ধারিত সূচির ৪৮ ঘণ্টা আগে ভিসা দিয়েছে ভারত। এর আগে ভারত সরকার ভিসা দিতে দেরি করায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে চিঠি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কাল সকালে ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। দুবাই হয়ে সন্ধ্যায় হায়দরাবাদে পৌঁছাবেন তারা। আগামী ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন।

বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতেখার আহমেদ, ইমাম-উল-হক, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, আগা সালমান, সৌদ শাকিল, শাহিন আফ্রিদি ও উসামা মীর।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স