Thikana News
০৯ মে ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০৯ মে ২০২৫

বিয়ে করলেন মার্কিন অভিনেতা হাল্ক

বিয়ে করলেন মার্কিন অভিনেতা হাল্ক ছবি : সংগৃহীত

মার্কিন অভিনেতা ও রেসলার হাল্ক হোগান ৭০ বছর বয়সে ফের বিয়ে করলেন। কনে ৪৫ বছর বয়সী স্কাই ডেইলি। গত ২২ সেপ্টেম্বর ফ্লোরিডায় চার্চে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হাল্ক-স্কাই। এ সময় পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। দুজনেরই এটি তৃতীয় বিয়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড ডটকম এ খবর প্রকাশ করেছে। বিয়ের কিছু ছবি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। তাতে দেখা যায়, হাল্ক হোগান একটি কালো রঙের টাক্সেডো ও মাথায় ব্যান্ডানা পরেছেন। আর স্কাই ডেইলি পরেছেন সাদা রঙের গাউন। স্কাই ডেইলি পেশায় একজন ইয়োগা প্রশিক্ষক ও হিসাবরক্ষক।

একটি পার্টিতে প্রথম পরিচয় হাল্ক-স্কাইয়ের। তারপর দেড় বছর লুকিয়ে প্রেম করেন তারা। চলতি বছরের জুলাই মাসে বাগদান সম্পন্ন করেন হাল্ক-স্কাই। হাল্ক ছয় ক্যারেটের ডায়মন্ডের রিং দিয়ে ফ্লোরিডার একটি রেস্তোরাঁয় স্কাইকে বিয়ের প্রস্তাব দেন। টিএমজেড ডটকম-কে একটি সূত্র বলেন— ‘ডায়মন্ডের এই আংটির মূল্য ৫ লাখ মার্কিন ডলার।’ বাংলাদেশি মুদ্রায় এ আংটির মূল্য ৫ কোটি ৫১ লাখ ২৭ হাজার টাকার বেশি। তবে ডেইলি মেইল জানিয়েছে, এ আংটির মূল্য ১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকার বেশি। 

১৯৮৩ সালে লিন্ডা হোগানকে বিয়ে করেন হাল্ক হোগান। ২০০৯ সালে ভেঙে যায় এ সংসার। দীর্ঘ ২৬ বছরের সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। ২০১০ সালে জেনিফার ম্যাকড্যানিয়েলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হাল্ক। ২০২১ সালে ভেঙে যায় দ্বিতীয় সংসারও। তবে এ সংসারে তাদের কোনো সন্তান নেই। দ্বিতীয় সংসার ভাঙার পর স্কাই ডেইলির সঙ্গে সম্পর্কে জড়ান হাল্ক। স্কাই ডেইলিরও এটি তৃতীয় বিয়ে। তার ৯ বছর বয়সী এক মেয়ে এবং ১৪ ও ১৬ বছর বয়সী দুটি পুত্র সন্তান রয়েছে। 


ঠিকানা/এম

কমেন্ট বক্স