Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ফের হোচট খেল মেসিবিহীন মায়ামি

ফের হোচট খেল মেসিবিহীন মায়ামি
মেজর লিগ সকারে (এমএলএস) সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ইন্টার মায়ামির। হারলেই শেষ হয়ে যাবে প্লে-অফে খেলার আশা। প্রতিটা ম্যাচেই এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে হচ্ছে দলটিকে। তবে এমন সমীকরণে মারপ্যাচের মাঝেই ফের পয়েন্ট হারিয়েছে মায়ামি। মেসিবিহীন দলটি ড্র করেছে অরল্যান্ডো সিটির বিপক্ষে।

আজ ২৫ সেপ্টেম্বর (সোমবার) অরল্যান্ডো সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। ড্র করায় প্লে-অফে খেলার লড়াইটা আরও কঠিন হয়ে গেল টাটা মার্টিনো শিষ্যদের জন্য।

চোটের কারণে লিওনেল মেসি ও জর্দি আলবা আর বিশ্রামে ছিলেন সার্জিও বুসকেটস। সবমিলিয়ে দলের অন্যতম সেরা তিন তারকাকে ছাড়া খেলতে নেমে বেশ ভুগেছে মায়ামি। কদিন আগেই আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৫-২ গোলে হেরেছিল মায়ামি। সেই ম্যাচেও ছিলেন না মেসি। তবে পরের ম্যাচেই মেসির উপস্থিতিতে টরন্টোকে ৪-০ গোলে হেসেখেলে হারিয়েছে মায়ামি।

এদিন, গোলের বেশ কটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মায়ামি। গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ম্যাচের ৫২তম মিনিটে ‘হোম গ্রোন’ কোটার হন্ডুরান স্ট্রাইকার দাভিদ রুইস ক্যারিয়ারের দ্বিতীয় লিগ গোল করে এগিয়ে দিয়েছিলেন ফ্লোরিডার দলটাকে। লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় দল অরলান্ডো ম্যাচের ৬৬তম মিনিটে সমতায় ফেরে। দলটির হয়ে গোল করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ডানকান ম্যাগুইরে।

আগামী বুধবার এফসি সিনসিন্যাটির বিপক্ষে ইউএস ওপেন কাপের ফাইনালে মাঠে নামবে মায়ামি। জানা গেছে, সেই ম্যাচে তিন তারকা লিওনেল মেসি, জর্দি আলবা ও সার্জিও বুসকেটস ফিরতে পারেন। মূলত এই কারণেই তিন তারকাকে এই ম্যাচে খেলায়নি দলটি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স