Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

অভিবাসনব্যবস্থা গ্রহণ করতে বাইডেনকে ল্যাটিনোদের চাপ

অভিবাসনব্যবস্থা গ্রহণ করতে বাইডেনকে ল্যাটিনোদের চাপ
২০২৪ সালের  প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্য ও অঞ্চলের বেশিরভাগ ল্যাটিনো ভোটার চান, আইনী মর্যাদা ছাড়াই যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েক লাখ অভিবাসীকে অভিবাসন ত্রাণ প্রদান এবং দক্ষিণ সীমান্ত সুরক্ষিত করার জন্য প্রেসিডেন্ট বাইডেন আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করুন। 
প্রগতিশীল অভিবাসন নীতির সমর্থক অ্যাডভোকেসি গ্রুপ ইমিগ্রেশন হাব পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, অ্যারিজোনা, কলোরাডো, ফ্লোরিডা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কের দুটি সুইং ডিস্ট্রিক্টে বেশিরভাগ ল্যাটিনো ভোটার বাইডেন প্রশাসনের জন্য অননুমোদিত অভিবাসীদের নির্বাসন সুরক্ষা এবং কাজের অনুমতি প্রদান করার বিভিন্ন প্রস্তাব সমর্থন করেন। 
গ্রীষ্মে জরিপ করা দুই হাজার নিবন্ধিত ল্যাটিনো ভোটারের মধ্যে ৮৫ শতাংশ চায়, সংকট-পীড়িত দেশগুলোর অতিরিক্ত অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করতে পারে সেজন্য বাইডেন প্রশাসন অস্থায়ী সুরক্ষিত স্থিতি (টিপিএস) প্রোগ্রাম প্রসারিত করুক। সমীক্ষায় আরও দেখা গেছে, ৭৫% যুক্তরাষ্ট্রে ‘দীর্ঘ সময় ধরে’ বসবাসরত অননুমোদিত অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা প্রদান করার প্রস্তাব সমর্থন করে। 
জরিপে অংশগ্রহণকারী ল্যাটিনোদের মধ্যে ৭৭% ‘ড্রিমার্স’ বা শিশুকালে যুক্তরাষ্ট্রে আনা নথিভুক্ত অভিবাসীদের বৈধ করার বিষয়টি সমর্থন করে। গত সপ্তাহের শুরুর দিকে একজন ফেডারেল বিচারক ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) প্রোগ্রামের বিরুদ্ধে রায় দেন। অথচ এই প্রোগ্রামের আওতায় প্রায় ৬ লাখ ‘ড্রিমার’ যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করার অনুমতি পায়।
জরিপ অনুসারে, এসব রাজ্য ও অঞ্চলের ল্যাটিনো ভোটাররা বর্তমানে ২২ পয়েন্টের ব্যবধানে বাইডেনের প্রেসিডেন্টত্বকে অনুমোদন করেন (৬৬% অনুমোদন এবং ৩৯% অস্বীকৃতি)। জরিপে দেখা গেছে, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আইনি মর্যাদা না দিয়ে সীমান্ত সুরক্ষার দিকে মনোনিবেশ করবেন বলে জানানোর পর বাইডেনকে পুনঃনির্বাচিত করার জন্য ল্যাটিনোদের মধ্যে উৎসাহ ৯ শতাংশ কমে যায়।
সেন্টার-রাইট ল্যাটিনো গ্রুপ LIBRE  ইনিশিয়েটিভ পরিচালিত আরেকটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ল্যাটিনো ভোটাররা ব্যাপকভাবে আইনি অভিবাসন পথকে সমর্থন করেন (৮৭%) এবং ড্রিমারদের বৈধতা দেন (৮২%)। একই জরিপে দেখা গেছে, জরিপ করা ১,০০০ ল্যাটিনোর মধ্যে ৬৫% দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের জন্য আরও কিছু করা দরকার বলে ইঙ্গিত দেন। ইমিগ্রেশন হাব-কমিশনড পোলে আরও দেখা গেছে, ৬৩% ল্যাটিনো ভোটার সীমান্ত নিরাপত্তা বৃদ্ধিকে সমর্থন করেন।
জরিপগুলো অভিবাসন নীতি নিয়ে মুখোমুখি বাইডেনের বিভিন্ন রাজনৈতিক চ্যালেঞ্জকে চিত্রিত করে। রিপাবলিকান আইন প্রণেতা এবং প্রেসিডেন্ট প্রার্থীরা গত দুই বছরে রেকর্ড মাত্রার অবৈধ সীমান্ত ক্রসিংয়ের জন্য বাইডেনকে দোষারোপ করেন। অন্যদিকে প্রগতিশীল কর্মী এবং ডেমোক্র্যাটরা আশ্রয়ের উপর কিছু বিধিনিষেধ কার্যকর করায় তার প্রশাসনের সমালোচনা করেন।
কয়েক দশক ধরে ডেমোক্র্যাটিক আইন প্রণেতারাও আনডকুমেন্টেড অভিবাসীদের বৈধ করার জন্য ল্যাটিনো নেতা এবং গোষ্ঠীগুলোর চাপের সম্মুখীন হন। তবে এটি করার সমস্ত প্রস্তাব কংগ্রেসে ব্যর্থ হয়। এর মধ্যে বাইডেনের প্রেসিডেন্ট মেয়াদের প্রথম দিকের প্রস্তাবিত একটি বিলও রয়েছে। 
জরিপ পরিচালনায় ইমিগ্রেশন হাবকে কমিশন করা ফার্ম বিএসপি রিসার্চের প্রেসিডেন্ট ম্যাট ব্যারেটো বলেন, জরিপ দেখায় যে অভিবাসীদের অস্থায়ী অনুমোদনের জন্য নির্বাহী কর্তৃত্ব ব্যবহার করে ল্যাটিনোদের প্রতি সমর্থন প্রকাশে বাইডেনের কাছে বিশাল সুযোগ রয়েছে। 
ব্যারেটো বলেন, ল্যাটিনোরা দেখতে চান অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটরা এমন একটি ভারসাম্যপূর্ণ এজেন্ডা প্রদান করুক, যা মানবিক সীমান্ত সমাধান জড়িত এবং ড্রিমার্স ও টিপিএস হোল্ডারদের মতো দীর্ঘস্থায়ী অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ চালিয়ে যাওয়ার আইনি পথ সুরক্ষিত করে।

কমেন্ট বক্স