দুর্গাপূজার আগেই বাংলাদেশের উপহারের ইলিশ পৌঁছাল ভারতে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে বেনাপোল সীমান্ত অতিক্রম করে ভারতে পৌঁছায় এ বছরের প্রথম ইলিশের চালান। মোট নয়টি ট্রাকে পাঁচ টন করে ৪৫ টন ইলিশ পৌঁছায় ভারতে।
এই ইলিশ পৌঁছাবে কলকাতার পাতিপুকুর, হাওড়া ও শিয়ালদহের পাইকারি মাছ বাজারে। শুক্রবার এই মাছ পৌঁছাবে শিলিগুড়ি এবং মুর্শিদাবাদের পাইকারি মাছ বাজারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলোর খুচরা বাজারে মিলবে পদ্মার ইলিশ।
এর আগে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে বুধবার বিকাল থেকে বেনাপোল মৎস্য অফিসের সামনে ও রপ্তানি গেটে আটকে পড়ে ইলিশবোঝাই একাধিক ট্রাক। ভারতে রপ্তানির উদ্দেশ্যে আসা কয়েকটি ট্রাকে ৪৫ টন ৮০০ কেজি ইলিশের চালান আটকে পড়ে বন্দরে।
বন্দর সূত্রে জানা গেছে, কাস্টমসের কাছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ইলিশ মাছ রপ্তানির চিঠি এলেও বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসে ইলিশ মাছ রপ্তানির কোনো চিঠি আসেনি, তাই ২৪ ঘণ্টার বেশি সময় সীমান্তেই আটকে থাকে ইলিশের প্রথম চালান। বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে একে একে ভারতে পৌঁছাতে থাকে আটকে পড়া মাছবোঝাই গাড়িগুলো।
বিগত কয়েক বছরের মতো চলতি বছরও দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। ১০০টির বেশি সংস্থা আবেদন করলেও প্রতিবেশী দেশ ইলিশ রপ্তানির জন্য ৭৯টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। অনুমোদিত সংস্থাগুলোর প্রতিটিকে ৫০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।
ঠিকানা/এনআই