Thikana News
০৫ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ছবি সংগৃহীত
শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যি হলো। বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তবে ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। এতে খেলা বন্ধ থাকে দুই ঘণ্টা। ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪২ ওভারে।

খেলা শুরু হলে নিউজিল্যান্ড ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলার পর আবার বৃষ্টি। প্রায় দুই ঘণ্টা চলে মুষলধারে বৃষ্টি। তবে মাঠ খেলার অনুপযোগী থাকায় দুই আম্পায়ার ঘোষণা করেন ম্যাচ পরিত্যক্তের।

এর আগে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে বল হাতে ধসটা শুরু করেন পেসার মুস্তাফিজুর রহমান। ওপেনার অ্যালেনকে ৯ রানে ফেরান তিনি। দুই রানের ব্যবধানে তিনে নামা বোয়েজকেও ফেরান এই কাটার মাস্টার।

তবে হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে ৯৭ রানের জুটিতে কিউইদের ম্যাচে ফেরান ইয়াং। আবারও ফিজের আঘাত। ৪৪ রান করা নিকোলসকে ফাঁদে ফেলেন এলবিডব্লিউতে।

এরপর নাসুমের আঘাত। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে ৫৮ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন অপর ওপেনার ইয়াং। রাচিন রবীন্দ্রকেও ফেরান নাসুম। কিউই এই মিডল অর্ডার ব্যাটার ফেরেন শূন্য রানে এলবিডব্লিউ হয়ে। টম ব্লান্ডেল ও কোলে ম্যাককঞ্চি দুজনই অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৮ রানে।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মুস্তাফিজুর রহমান। স্পিনার নাসুম আহমেদ নেন দুটি উইকেট।

মিরপুরে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা খুবই কম। এই মাঠে এর আগে ওয়ানডেতে একটি মাত্র ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা আছে। সেটিও ২০১৪ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ।

আগামী ২৩ সেপ্টেম্বর শনিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মিরপুরেই অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স