Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫
স্টেট ও মহানগর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার  নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার  নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে নিউইয়র্ক স্টেট এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ  ও উত্তর বিএনপি। গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপি নেতৃবৃন্দ। 
সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, মারাত্মক অসুস্থতা নিয়ে গত ৪২ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল চিকিৎসা বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো প্রয়োজন। অন্যথায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ক্যাঙ্গারু কোর্ট ব্যবহার করে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে কারাবন্দি করে রেখেছে সরকার। ড. ইউনুস, ড. শহিদুল আলম কিংবা আদিলুর রহমান খানের মতো দেশে বিদেশে সম্মানিত মানুষদের বিরুদ্ধে আদালতে বিচারের নামে অবিচার চালানো হচ্ছে। 
বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এই মুহূর্তে খালেদা জিয়ার যে ধরণের চিকিৎসা প্রয়োজন সেই ধরণের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে নেই। কিন্তু উদ্বেগজনক বিষয় হলো, শেখ হাসিনা বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার পথ বেছে নিয়েছেন। ফলে শেখ হাসিনার বাধার কারণে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে পারছেন না।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় হুশিয়ার করে সংবাদ সম্মেলনে বলা হয়, বেগম খালেদা জিয়ার কিছু হলে অবৈধ ক্ষমতার মোহে অন্ধ শেখ হাসিনাকে চরম মূল্য দিতে হবে। 
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন- ‘ইতোমধ্যেই গণতন্ত্রকামী জনগণ দেশে এই মাফিয়া সরকারের পতন আন্দোলন শুরু করেছে। এই মুহূর্তে জনগণের, দফা এক-দাবি এক- শেখ হাসিনার পদত্যাগ। জনগণের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।’ 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান। সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। সঞ্চালনা করেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন। 
সংবাদ সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য যথাক্রমে আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লুর ও মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, মহানগর দক্ষিণের সদস্য সচিব বদিউল আলম এবং উত্তরের সদস্য সচিব ফয়েজ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুর খান হারুণ প্রমুখ। 
 

কমেন্ট বক্স