Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

দেশে ডেঙ্গুতে আবারও সর্বোচ্চ মৃত্যু

দেশে ডেঙ্গুতে আবারও সর্বোচ্চ মৃত্যু ফাইল ছবি
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৮৬৭ জন মারা গেলেন। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১৫ জন। ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন।

২০ সেপ্টেম্বর বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকার ভেতরে ৮৫৭ জন ও ঢাকার বাইরের ২ হাজার ১৭৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২ হাজার ৮৩৩ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৪২ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৯৯১ জন।

চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন। এর মধ্যে ঢাকায় ৭৫ হাজার ৮৩৩ জন ও ঢাকার বাইরে ১ লাখ ৯৭৭ জন।

চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৬৫ হাজার ৬৮০ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭১ হাজার ৪২৬ জন ও ঢাকার বাইরে ৯৪ হাজার ২৫৪ জন।

বর্তমানে সারা দেশে মোট ১০ হাজার ২৬৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৮১৯ জন ও ঢাকার বাইরে ৬ হাজার ৪৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে দেশে এক দিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স