Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

গণতন্ত্র ঝুঁকিতে থাকায় নির্বাচনে লড়ব: বাইডেন

গণতন্ত্র ঝুঁকিতে থাকায় নির্বাচনে লড়ব: বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি
গণতন্ত্র এখনও ঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ জন্যই ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া নিজের বয়স সম্পর্কে অন্যদের উদ্বেগের বিষয়টিও স্বীকার করে নিয়েছেন বাইডেন। স্থানীয় সময় সোমবার নিজের নির্বাচনী কর্মকাণ্ডের জন্য নিউইয়র্কে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খবর রয়টার্সের।

মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন তাঁর সমর্থকদের বলেন, অনেক লোক আমার বয়সের দিকে মনোযোগী বলে মনে হচ্ছে। ভালো, আমি এটা বুঝতে পারি। বিশ্বাস করুন, আমার বয়সের বিষয়টা আমি যে কারও চেয়ে ভালো জানি।

ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কারণ হিসেবে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণতন্ত্রকে ধ্বংস করতে চান। গণতন্ত্র ঝুঁকির মধ্যে রয়েছে। ২০২৪ সালের নির্বাচনের ব্যালটে রয়েছে গণতন্ত্র। ট্রাম্প ও তাঁর ম্যাগা (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) রিপাবলিকানরা আমেরিকার গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর।

২০২৪ সালের নভেম্বরে  যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন। তাই সামনের বছরের নির্বাচনে বাইডেন এবং ট্রাম্প ফের মুখোমুখি হতে পারেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স