Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


মেডিকেল ছাত্রীর প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

মেডিকেল ছাত্রীর প্রাণ কেড়ে নিল ডেঙ্গু



 
ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এক মেডিকেল শিক্ষার্থী। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ওই শিক্ষার্থীর নাম দীপান্বিতা বিশ্বাস (২০)। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।

জানা যায়, দীপান্বিতা বিশ্বাস রাজবাড়ীর পাংশা থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অমল বিশ্বাসের মেয়ে। এক ভাই ও এক বোনের মধ্যে দীপান্বিতা ছিলেন ছোট। এমবিবিএস ২০২২-২৩ সেশনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন তিনি।

দীপান্বিতার সহপাঠী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শাদমান কবির বলেন, ডেঙ্গু ধরা পড়ার পর মেডিকেলের হলে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সলিমুল্লাহ মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে গত শুক্রবার তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স