Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

তারেক-জোবায়দার পক্ষে আইনজীবী পাবে কিনা জানা যাবে ১৩ এপ্রিল

তারেক-জোবায়দার পক্ষে আইনজীবী পাবে কিনা জানা যাবে ১৩ এপ্রিল ছবি : সংগৃহীত
অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান আইনজীবী পাবেন কি না, এ বিষয়ে আগামী ১৩ এপ্রিল সিদ্ধান্ত দেবেন আদালত। আজ ৯ এপ্রিল (রবিবার) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান এ দিন ঠিক করেন। গত ২৯ মার্চ পলাতক এ দুই আসামির পক্ষে মামলার শুনানিতে অংশ নিতে আবেদন করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। আদালত এ বিষয়ে সেদিন আংশিক শুনানির পর ৯ এপ্রিল অধিকতর শুনানির দিন ঠিক করা হয়।

তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের পক্ষে মাসুদ আহমেদ তালুকদার ন্যায়বিচার নিশ্চিতে শুনানিতে অংশ নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন।

দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বিরোধিতা করেন। তিনি বলেন, ‘তাদের আইনের আশ্রয় নিতে কে নিষেধ করেছেন। উনি (তারেক রহমান) থাকবেন লন্ডনে রাজকীয় ভবনে। আর বলবেন তাকে আইনের আশ্রয় লাভের সুযোগ দেওয়া হচ্ছে না। বলবেন, তাদের সুযোগ দিন। কিন্তু তারা লন্ডনে থাকবেন। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন তিনি। উচ্চ আদালতের সিদ্ধান্ত (আসামি পলাতক থাকলে) থাকার পরও তারা আইনজীবী নিয়োগের আবেদন করেন। আমরা মনে করি, এটা আদালতের সময় নষ্ট ও আদালত অবমাননার সমান। এর আগে আপিল বিভাগ তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের আবেদন খারিজ করে বিচারিক আদালতে আশ্রয় লাভের নির্দেশ দেন। কিন্তু তারা তা করেননি। নতুন একটা আবেদন নিয়ে এসেছে। আবেদনটি খারিজ করে চার্জশুনানি শুরু করার প্রার্থনা করেন মোশাররফ হোসেন কাজল। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের দিন ১৩ এপ্রিল ধার্য করেন।’


ঠিকানা/এম

কমেন্ট বক্স