Thikana News
২৩ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ভারত-কানাডা নতুন উত্তেজনা, শীর্ষ কূটনীতিক বহিষ্কার

ভারত-কানাডা নতুন উত্তেজনা, শীর্ষ কূটনীতিক বহিষ্কার ছবি : সংগৃহীত
ভারত ও কানাডার মধ্যে সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। দেশ দুইটির মধ্যে দ্বন্দ্ব এখন আরও প্রকাশ্যে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চাঞ্চল্যকর এক দাবি করেছেন। খবর সিএনএন ও এনডিটিভির। কানাডার নাগরিক ও প্রখ্যাত শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার নেপথ্যে ভারত সরকারের এজেন্টদের যোগসূত্রের বিশ্বাসযোগ্য অভিযোগ আমাদের কাছে আছে বলে দাবি করেছেন জাস্টিন ট্রুডো। এমন দাবির পর কানাডা ইতিমধ্যে ভারতীয় একজন শীর্ষ কূটনীতিককে দেশটি থেকে বহিষ্কার করেছে। 

গতকাল সোমবার পার্লামেন্টে ট্রুডো বলেছেন, কানাডার গোয়েন্দা সংস্থা হরদীপ সিং হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। তিনি আরও বলেছেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে তার সরকার সকল পদক্ষেপ নেবে। ট্রুডোর এমন মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটি ট্রুডোর এমন অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কানাডার রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রকাশ্যে এই জাতীয় উপাদানগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করা গভীর উদ্বেগের বিষয়। এর আগে চলতি সপ্তাহে কানাডার সরকার ভারতের সঙ্গে তাদের বাণিজ্যচুক্তি স্থগিতের ঘোষণা করে। দুই দেশের মধ্যে এ চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও কানাডার বাণিজ্যমন্ত্রীর মুখপাত্র শান্তি কসেন্টিনো ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিতের কথা নিশ্চিত করেছেন। কসেন্টিনো বলেছেন, আমরা ভারতের সঙ্গে আসন্ন বাণিজ্যচুক্তি স্থগিত করেছি। তবে ঠিক কী কারণে ভারতের সঙ্গে এ চুক্তি স্থগিত হলো-তা জানায়নি দেশটি। অন্যদিকে ভারতের কর্মকর্তারা জানান, রাজনৈতিক ইস্যতে কানাডার সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিত হয়েছে।




ঠিকানা/এম

কমেন্ট বক্স