নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় বহুতল ভবনে চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভবনের স্যানিটারি পাইপ বেয়ে ওপরে ওঠার সময় পা ফসকে পড়ে দুই ভবনের মাঝে আটকা পড়ে তার মৃত্যু হয়।
১৮ সেপ্টেম্বর সোমবার বিকেল তিনটার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টারিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, দক্ষিণ সস্তাপুর এলাকায় সৌদি প্রবাসী হাবিবুর রহমানের মালিকানাধীন সদ্য নির্মিত একটি বহুতল ভবনে চুরির উদ্দেশ্যে পাইপ বেয়ে ওঠেন ওই যুবক। এ সময় সেখান থেকে পড়ে মালা ফকিরের মালিকানাধীন একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখানে চিপার মধ্যে আটকা পড়েন। ছিটকে পড়ার শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে ওই যুবকের কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ভবনের আংশিক অংশ ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানান, লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঠিকানা/এনআই