মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি এলাকা টিলাগাঁওয়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৭ সেপ্টেম্বর রোববার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালেক।
তিনি জানান, টিলাগাঁও এলাকার শাহপুরে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিয়াকত সরদার ও মহরম আলী নামে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। তাদের বাড়ি টিলাগাঁও ইউনিয়নে। আহত হয়েছেন দুজন। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
