পাবনার ঈশ্বরদী উপজেলায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা, গুলিবর্ষণ ও হত্যাচেষ্টা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম মারা গেছেন।
১৬ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে আবুল কালাম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুক্তিতলা গ্রামের মো. জুয়েলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেলার নিজাম উদ্দিন আরও জানান, সকালে আবুল কালাম অসুস্থ অনুভব করলে তাকে দ্রুত রামেক হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুর ২টা ৫০ মিনিটে তিনি মারা যান। হাসপাতালের দেওয়া তথ্যমতে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
ঠিকানা/এনআই