Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

এশিয়া কাপ শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল

এশিয়া কাপ শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল কলম্বো বিমানবন্দরে বাংলাদেশ দল। ছবি : বিসিবি
সব ভালো যার, শেষ ভালো তার—এই বাক্যকে কাল সত্যিতে রূপ দিল বাংলাদেশ দল। পুরো টুর্নামেন্টে এলোমেলো কাটলেও শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জ্বলে উঠেছে সাকিব আল হাসানের দল। যেই ভারতকে পুরো টুর্নামেন্টে কেউই হারাতে পারেনি সেই ভারতকেই হারের তিক্ত স্বাধ দিল বাংলাদেশ।

ভারতের বিপক্ষে জয়ের স্বস্তি নিয়ে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। আজ সকাল ৭টা ৪৫ মিনিটের বিমানে চড়ে শ্রীলঙ্কা ছাড়েন সাকিব আল হাসানরা। বাংলাদেশ সময় বেলা ১১টার পর ঢাকায় আসে টাইগারদের বহনকারী বিমান।

দেশে ফিরে অবশ্য বিশ্রাম নেওয়ার সুযোগ নেই বাংলাদেশ দলের। কারণ ঘরের মাঠে দুদিন বাদেই ওয়ানডে সিরিজ খেলবে লাল-সবুজের দল। তাই দেশে ফিরেই আবারও মাঠে নেমে পড়তে হবে বাংলাদেশের।

আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে বাকি দুটি ওয়ানডে। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজ শেষ করে ২৭ সেপ্টেম্বরই ধরতে হবে ভারতের বিমান। ২৯ ও ২ অক্টোবর গুয়াহাটিতে সাকিবদের খেলতে হবে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ। বিশ্বকপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স