Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


বাংলাদেশ প্যারেডের জোর প্রস্তুতি চলছে

বাংলাদেশ প্যারেডের জোর প্রস্তুতি চলছে



 
বাংলাদেশ প্যারেড অনুষ্ঠিত হবে আগামী অক্টোবর মাসে। এই প্যারেডের জন্য বর্তমানে প্রস্তুতি চলছে। প্রস্তুতির কথা জানাতেই গত ৭ সেপ্টেম্বর আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানে আয়োজকেরা অবহিত করেন তারা কবে কখন কেমন করে বাংলাদেশ প্যারেডের বাংলাদেশ প্যারেড করবেন। এই আয়োজনের সঙ্গে বিভিন্ন ব্যক্তিবর্গ, পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নন-প্রফিট অর্গানাইজেশনসহ বিভিন্ন ধরনের সংগঠনকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে অনেককেই তারা সম্পৃক্ত করতে সক্ষম হয়েছেন। তবে এটি সর্বজনীন হওয়ার কারণে বাংলাদেশি যেকোনো মানুষ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।
ওয়ার্ল্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইউএসএর উদ্যোগে এবং নিউইয়র্কের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় বাংলাদেশের শিল্প-সংস্কৃতি, কৃষ্টি প্রবাসে তুলে ধরতে ‘বাংলাদেশ ডে প্যারেড’ উদযাপনের  প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ ডে প্যারেড উদযাপন  কমিটির পক্ষ থেকে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সেফ মহল রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক কমিটির আহ্বায়ক নুরুজ্জামান সরদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সভাপতি শাহ শহীদুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আসেফ বারী টুটুল, প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, সদস্যসচিব এআর ফারুক, মো. এ চিশতি সিপিএ, ইঞ্জিনিয়ার এম এ খালেক, আবুল কাসেম, মোহাম্মদ ফরহাদ, হাসান জিলানী, এইচ এম ইকবাল, মো. শাহাদাৎ হোসেন, তরিকুল ইসলাম বাদল প্রমুখ।
ওয়ার্ল্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক আব্দুস সোবহান বলেন, আমরা বাংলাদেশ প্যারেড করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। ভেন্যু আগে ঠিক করেছিলাম ৬১ স্ট্রিট উডসাইড। সেখান থেকে প্যারেড শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন আমরা সেখান থেকে করছি না। ভেন্যুটা চেঞ্জ হবে। আমরা পরিকল্পনা করেছি, এটি জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউতে করব। এটি ৩৭ অ্যাভিনিউ থেকে ৮৭ স্ট্রিট পর্যন্ত করা হবে। আমরা এখানে প্যারেড করার জন্য প্রিসিঙ্কেটের সঙ্গে কথা বলছি। তারা আমাদের যেদিন সময় দেবেন, সেই অনুযায়ী তারিখ ঠিক করা হবে। স্থান পরিবর্তন করার কারণে আমরা ডেটও পরিবর্তন করছি। অক্টোবর মাসে হবে। এখনো আমরা ডেট পাইনি, কারণ ওখানে আরও বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম আছে। ডেট চূড়ান্ত করার পর সবাইকে জানাব। আমরা বেশ বড় পরিসরে এটি করতে চাই।

কমেন্ট বক্স