Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


শীর্ষ অ্যাটর্নি নির্বাচিত হলেন মোহাইমিনা

শীর্ষ অ্যাটর্নি নির্বাচিত হলেন মোহাইমিনা



 
২০২৩ সালের শীর্ষ অ্যাটর্নি নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র-প্রবাসী বাংলাদেশি  শীর্ষ অ্যাটর্নি নির্বাচিত হলেন মোহাইমিনা মোহাইমিনা হক। তার দুর্দান্ত আইনি সাফল্যের কারণে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ টপ প্রফেশনালস’(আইএওটিপি) তাকে এই সম্মাননা প্রদান করেছে। 
আইএওটিপি প্রতি বছরই বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ কৃতিত্বের জন্য এই সম্মাননা প্রদান করে থাকে। পেশাগত কৃতিত্ব, একাডেমিক কৃতিত্ব, নেতৃত্বের সক্ষমতাসহ অন্যান্য অনুষঙ্গ এবং তাদের সম্প্রদায়ে অবদানের ওপর ভিত্তি করে এই সম্মাননা দেয়া হয়। 
অ্যাটর্নি মোগাইমিনা ওয়াশিংটন ডিসিতে ‘দ্য ল অফিস অব মোহাইমিনা হক-পিএলএলসি’-এর প্রতিষ্ঠাতা। তিনি একজন দক্ষ এবং প্রতিভাধর অ্যাটর্নি। পরামর্শ থেকে শুরু করে আদালতের প্রতিনিধিত্ব করা পর্যন্ত ব্যাপক সহায়তা প্রদান করে থাকেন। কর্পোরেট আইন, অভিবাসন আইন, টর্ট আইন (ব্যক্তিগত আঘাত এবং পণ্যের দায়সহ) এবং আরো অনেক ক্ষেত্রেই কাজ করেন তিনি।
টনি রোমাস নামক একটি গ্লোবাল রেস্তোরাঁর ফ্র্যাঞ্চাইজির জেনারেল কাউন্সিল হিসেবে কাজ করেন তিনি। সেখানে কোম্পানির আইনগত এবং সম্মতিমূলক কার্যক্রমের তত্ত্বাবধান করেন তিনি এবং কৌশল ও কর্পোরেট বৃদ্ধির বিষয়ে বোর্ডের উপদেষ্টা হিসেবে কাজ করে থাকেন।
মোহাইমিনা ‘ওয়াশিংটন কলেজ অফ ল’ থেকে মর্যাদাপূর্ণ কাম লাউড ডিস্ট্রিঙ্কশনে স্নাতক অর্জন করেছেন। তিনি আগে যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর অ্যাওয়ার্ড কেনেডির অফিসে নির্বাচকদের জন্য অভিবাসন মামলায় কাজ করেছিলেন। এছাড়াও ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউসে ইন্টার্নশিপের জন্য নির্বাচিত হয়েছিলেন। সেসময় মোহাইমিনা হক যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের কার্যনির্বাহী অফিসে ডোমেস্টিক পলিসি কাউন্সিলে দায়িত্ব পালন করেন।

কমেন্ট বক্স