Thikana News
১৯ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৯ অক্টোবর ২০২৪


 

লিবিয়ায় ঘূর্ণিঝড়-বন্যায় ৬ বাংলাদেশির প্রাণহানি

লিবিয়ায় ঘূর্ণিঝড়-বন্যায় ৬ বাংলাদেশির প্রাণহানি ছবি সংগৃহীত


পূর্ব লিবিয়ার দেরনা শহরে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের কারণে সৃষ্ট বন্যায় অন্তত ছয় বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া দেরনায় আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

১৩ সেপ্টেম্বর বুধবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রাজবাড়ী জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। বাকিদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি দূতাবাস।

তবে লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার (মোবাইল নম্বর : +২১৮৯১৮৫৮০৯৮৯) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে ওই বিবৃতিতে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের কারণে সৃষ্ট বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্ট।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স