Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

এডিসি হারুনের ওপর আগে হামলা চালান রাষ্ট্রপতির এপিএস : ডিবিপ্রধান

এডিসি হারুনের ওপর আগে হামলা চালান রাষ্ট্রপতির এপিএস : ডিবিপ্রধান ডিবি কার্যালয়ে পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ
‘শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদের ওপর আগে হামলা চালিয়েছিলেন রাষ্ট্রপতির এপিএস মামুন। এমন তথ্য পাওয়া গেছে। সেটাও তদন্তে আসা উচিত।’ এ কথা বলেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ। 

১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, ‘থানায় নিয়ে ছাত্রলীগের নেতাদের নির্যাতনের ঘটনার সূত্রপাত বারডেম হাসপাতালে। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হক মামুনই আগে বরখাস্ত এডিসি হারুনের ওপর হামলা করেছিল, এমন তথ্য পাওয়া গেছে। সেটাও তদন্তে আসা উচিত।’

ডিবিপ্রধান মনে করেন, ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করা দরকার। ঘটনার সূত্রপাত বারডেম হাসপাতালে। সেখানে ঠিক কি ঘটেছিল তা তদন্ত হওয়া দরকার।



ঠিকানা/এম

কমেন্ট বক্স