Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন না তাসকিন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন না তাসকিন ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : চট্টগ্রামে শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ৬ মার্চ সোমবার এক পরিবর্তন নিয়ে নামছে স্বাগতিকেরা। পেসার তাসকিন আহমেদের জায়গায় একাদশে ঢুকেছেন ইবাদত হোসেন।

ঢাকায় প্রথম দুই ওয়ানডে হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। আজ অন্তত ধবলধোলাই এড়াতে চাইবে তামিম ইকবালের দল। ঘরের মাঠে সিরিজ হারের মতো ধবলধোলাইও যে অপরিচিত হয়ে উঠেছিল বাংলাদেশের কাছে।

ঘরের মাঠে শেষবার বাংলাদেশ ধবলধোলাই হয়েছিল শ্রীলঙ্কার কাছে, ২০১৪ সালে। আজ বন্দর নগরীতে তাই ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। অন্যদিকে শেষ ম্যাচে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে লেগ স্পিনার রেহান আহমেদের।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।

ইংল্যান্ড দল : জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিনস, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মঈন আলী, রেহান আহমেদ ও জফরা আর্চার।

ঠিকানা/এনআই


কমেন্ট বক্স