Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
আত্মহত্যা প্রতিরোধ দিবসে একই ওড়নায় গলায় ফাঁস

প্রেমিকের মৃত্যু হলেও বেঁচে গেল প্রেমিকা

প্রেমিকের মৃত্যু হলেও বেঁচে গেল প্রেমিকা ছবি সংগৃহীত
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের দিনে প্রেমিকার ওড়নায় গলায় ফাঁস দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রেমিকের মৃত্যু হলেও বেঁচে গেছে প্রেমিকা। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ সেপ্টেম্বর রোববার সকালে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ির দুর্গম মুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মুরাপাড়া গ্রামের নির্জন এলাকায় আত্মহত্যা করতে প্রেমিকার ওড়নার দুই মাথায় দুজন গলায় ফাঁস লাগিয়ে একসঙ্গে একটি আমগাছের ডালে ঝুলে পড়ে। এতে প্রেমিক পবেন জয় ত্রিপুরা (১৮) মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যায় প্রেমিকা তিরিকা ত্রিপুরা (১৭)। ওই গাছের নিচে সংজ্ঞাহীন তিরিকা ত্রিপুরার কোলে প্রেমিক পবেন জয় ত্রিপুরার নিথর দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী ও তাদের স্বজনরা তিরিকা ত্রিপুরাকে উদ্ধার করে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতলে পাঠানো হয়।

অন্যদিকে খবর পেয়ে গুইমারা থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রেমিক পবেন জয় ত্রিপুরার লাশ উদ্ধার করে। পবেন জয় ত্রিপুরা মুরাপাড়া গ্রামের বাসিন্দা নব কিশোর ত্রিপুরার ছেলে। সে মাটিরাঙ্গা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। একই এলাকার বাসিন্দা খনজয় ত্রিপুরার মেয়ে তিরিকা ত্রিপুরা খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী বলে জানা গেছে।

গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর বলেন, প্রাথমিক তদন্তে দুই পরিবার তাদের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ার কারণে অভিমান থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহত পবেন ত্রিপুরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স