Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

দেশে ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু ফাইল ছবি
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৫২০ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩০।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৯৯৩ জন।

১০ সেপ্টেম্বর রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৯৯৪ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯৯ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩০৬। এর মধ্যে ঢাকার ১ হাজার ১০০ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ২০৬ জন।

নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩২৮। এর মধ্যে ঢাকায় ৬৭ হাজার ৫৯ জন এবং ঢাকার বাইরে ৮১ হাজার ২৬৯ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৭২৭। আর হাসপাতালে ভর্তি আছেন ৯ হাজার ৮৭১ জন।

আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬ জন। এ সময় ডেঙ্গুতে ৩৪২ জনের মৃত্যু হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স