Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

সাবেক স্ত্রীর সিনেমায় প্রযোজক হচ্ছেন আমির খান

সাবেক স্ত্রীর সিনেমায় প্রযোজক হচ্ছেন আমির খান
বিবাহ বিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্কে চিড় পড়েনি আমির খান ও কিরণ রাওয়ের। আর তাই তো নিজে যখন নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমির, ঠিক সেই সময়ই সাবেক স্ত্রী কিরণ রাওয়ের পাশে দাঁড়ালেন তিনি। কিরণের নতুন সিনেমার প্রযোজক হচ্ছেন আমির।

প্রকাশ্যে এসেছে কিরণ রাওয়ের নতুন সিনেমা ‘লাপাতা লেডিজ’য়ের ঝলক। ঝলকেই নতুন এক গল্পের ইঙ্গিত দিলেন পরিচালক কিরণ। সিনেমাটি যে কমেডি মোড়া গল্পে সামাজিক বার্তা দেবে তা বোঝা গেল প্রথম ঝলকেই।

গত বছর বিচ্ছেদ ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন আমির ও কিরণ। যেখানে তারা লিখেছিলেন, ‘এই ১৫ বছরের দাম্পত্যে আমরা দু’জনে মধুর কিছু মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। যা হাসি, আনন্দে ভরা। আর এর মধ্যে দিয়েই দু’জনের সম্পর্কে ধীরে ধীরে বিশ্বাস, সম্মান এবং ভালবাসা জন্ম নিয়েছিল। এখন আমরা দুজনেই জীবনের নতুন পর্ব শুরু করতে চলেছি। স্বামী-স্ত্রী হিসেবে নয়। বরং অভিভাবক হিসেবে, একটা পরিবার হিসেবে।’

‘এই সিদ্ধান্ত হঠাৎ করে নয়। আমরা বহুদিন আগে থেকেই আলাদা হয়ে যাওয়া নিয়ে চিন্তা করছিলাম। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের ওপর কোনোভাবেই প্রভাব পড়বে না। আমরা দু’জনেই আজাদকে বড় করে তুলব। একসঙ্গে সিনেমা ও পানি ফাউন্ডেশনের কাজ করব। আমাদের বন্ধু, আত্মীয়-পরিজনকে ধন্যবাদ আমাদের পাশে সব সময় থাকার জন্য। এই সময়টাতেও আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই। এই বিবাহবিচ্ছেদকে কখনই শেষ হিসেবে নয়, বরং নতুন শুরু হিসেবে দেখার অনুরোধ করছি।’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স